ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বললেন পুলিশ প্রধান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বললেন পুলিশ প্রধান












মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ নিয়ে গঠনমূলক কিছু বলতে না পারলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বলেছেন হিউস্টনের পুলিশ প্রধান আর্ট আচেভেডো। আজ মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে এ কথা বলেন পুলিশের ওই কর্মকর্তা।

বিক্ষোভকারীদের ওপর কঠোর পদক্ষেপ নিতে গভর্নরদের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প আহ্বান জানানোর বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে হিউস্টনের পুলিশ প্রধান এমন মন্তব্য করেন।

ট্রাম্পের উদ্দেশে আর্ট আচেভেডো বলেন, ‘আপনার গঠনমূলক কিছু বলার না থাকলে দয়া করে চুপ থাকুন।’ আর্ট আচেভেডো আরো বলেন, ‘এটা দমনের বিষয় না, এটি হৃদয় ও মন জয় করার বিষয়।’






একইসাথে তরুণদের জীবনকে বিপদের মধ্যে না ফেলতেও ট্রাম্পের প্রতি অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, দেশটিতে বিক্ষোভ জোরালো হয়ে উঠলে সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের 'দমন' করতে গভর্নরদের নির্দেশ দেন। ট্রাম্প বলেন, ‘দমন না করতে পারলে আপনারা আপনাদের সময় নষ্ট করছেন।’

এছাড়া আরেক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘চলমান বিক্ষোভ না থামাতে পারলে সেনাবাহিনী মোতায়েন করা হবে।’

প্রসঙ্গত, গত সোমবার মিনেপোলিসে এক খাবারের দোকানের কর্মচারী ৯১১ নম্বরে কল করে অভিযোগ করেন, এক ক্রেতা সিগারেট কেনার পর ২০ ডলারের জাল নোট দিয়েছে। পুলিশ এসে ওই অভিযোগে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে গ্রেফতার করে। তারপরই জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বেতাঙ্গ ওই পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন।

এক প্রত্যক্ষদর্শীর তোলা ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন ও বারবার শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’

ওই ঘটনায় অফিসার ডেরেক চাওভিনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত বা বেআইনি হত্যার অভিযোগ আনা হয়েছে। আগামী সপ্তাহে তাকে আদালতে তোলা হবে। এ ছাড়া তিন শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে। সূত্র : সিএনএন

কোন মন্তব্য নেই