শক্তি হারাচ্ছে করোনা, আগের তুলনায় অনেকটাই কম প্রাণঘাতী, গবেষকদের তথ্যে আশার আলো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শক্তি হারাচ্ছে করোনা, আগের তুলনায় অনেকটাই কম প্রাণঘাতী, গবেষকদের তথ্যে আশার আলো













গোটা বিশ্বকে ছাড়াখাড় করে দিয়েছে মারণ ভাইরাস করোনা! সময়ের সঙ্গে সঙ্গে জিনের মিউটেশনের মধ্যে দিয়ে নিজেকে বদলেছেও এই ভাইরাস। সঙ্গে সঙ্গে বদলেছে রোগের উপসর্গও! সম্প্রতি এক গবেষণায় মিলছে আশার আলো, চিকিৎসকের দাবি, নয়া করোনাভাইরাস ক্রমেই শক্তি হারাচ্ছে, আগের তুলনায় অনেকটাই কম প্রাণঘাতী।

মিলানের সান রাফায়েল হাসপাতালের প্রধান আলবার্তো জাংরিলো জানান, ' বর্তমানে ইতালিতে করোনা ভাইরাসের 'ক্লিনিক্যাল' অস্তিত্ব নেই।' করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ইতালি। ২১ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সে-দেশে কোভিড ১৯ সংক্রমণে ৩৩,৪১৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজারের বেশি। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে, মে মাস থেকে ইতালিতে সংক্রমণ ও মৃত্যুর হার অনেকটাই কমতে শুরু করেছে। লকডাউন-সহ বেশ কিছু বিধি-নিষেদ শিথিল করেছে ইতালি সরকার।






উত্তর ইতালির চিকিৎসক মাত্তেও বাসেতি জানান, '' দু'মাস আগেও করোনা ভাইরাসের যে শক্তি ছিল, এখন তা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।'' এএনএসএ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ''এটা পরিষ্কার যে, কোভিড-১৯ এখন ভিন্ন একটি রোগ।''

তবে এখনই ইতালিকে করোনামুক্ত বলে দাবি করতে রাজি নয় সরকার। ইতালির স্বাস্থ্য মন্ত্রকের সহকারি সচিব সান্দ্রা জাম্পা এক বিবৃতিতে বলেন, ‘ বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া যাঁরা বলছেন ইতালিতে ভাইরাসের অস্তিত্ব নেই, তাঁদের বলব, দেশবাসীকে দ্বিধায় ফেলবেন না। বরং সবাইকে অনুরোধ করব সবরকম সতর্কতা অবলম্বন করে, শারীরিক দূরত্ব বজায় রাখে, নিয়মিত হাত ধোয়া এবং মাস্ক পরে সাবধানে ধাকতে।'

কোন মন্তব্য নেই