পাকিস্তানি ভক্তদের বিশেষ বার্তা দিলেন এরতুর্গ্রুল তারকা এসরা বিলজিক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাকিস্তানি ভক্তদের বিশেষ বার্তা দিলেন এরতুর্গ্রুল তারকা এসরা বিলজিক



 


বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টিকারী তুর্কি সিরিয়াল ‘দিরিলিস এরতুর্গ্রুল’ পাকিস্তানেও ব্যাপক সাড়া পেয়েছে। এই সিরিয়ালের অন্যতম চরিত্র এরতুগ্রুলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করা এসরা বিলজিক(হালিমা খাতুন)।

পাকিস্তানের স্বাধীনতা দিবসে তিনি তার পাকিস্তানি ভক্তদের বিশেষ বার্তা দিয়েছেন। হালিমা সুলতানা ঐতিহ্যবাহী পোশাক পরে ভিডিও বার্তায় বলেন, আমি এসরা বিলজিক, “আমি ব্যক্তিগতভাবে সবাইকে ১৪ আগস্ট উপলক্ষে জাশন-ই-আজাদী মোবারক জানাতে চাই। পাকিস্তান জিন্দাবাদ।”

তিনি পাকিস্তানি মোবাইল কোম্পানী জাজ ডিজিটাল-এর পক্ষে এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান।

১৩ শতকে উসমানিয়া খিলাফতের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা এরতুগ্রুলের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত সিরিয়াল ‘দিরিলিস : এরতুগ্রুল’ তুরস্ক ছড়িয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পরে। তখকার সময়ে আনাতোলিয়ায় মোঙ্গল ও নাইটদের সাথে যুদ্ধ করে স্বাধীন রাজ্যের ভিত্তি স্থাপন করেন এরতুগ্রুল। যার উপর ভর করেই পরবর্তীতে উসমানি খিলাফত প্রতিষ্ঠিত হয়।

পাকিস্তানের পিটিভি-তে চলতি বছরের এপ্রিলে উর্দু ডাবিংয়ের মাধ্যমে সিরিজটি সম্প্রচার করতে শুরু করলে দেশটিতে ব্যাপক সাড়া পড়ে। ইয়েনি শাফাক

কোন মন্তব্য নেই