পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব আখতার! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব আখতার!

 

পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হকের স্থলাভিষিক্ত হতে পারেন শোয়েব আখতার। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজেই। 


বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) এ ব্যাপারে পিসিবি’র সঙ্গে আলোচনার কথা স্বীকার করে নিলেন শোয়েব আখতার। 


ইউটিউব শো 'ক্রিকেট বাজে' গতিতারকা জানান, সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না। আমার সাথে বোর্ডের কিছু কথা হয়েছে। আমি পাকিস্তান ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। তবে এখন পর্যন্ত কোন কিছু চূড়ান্ত হয়নি।


মূলত মিসবাহকে নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর থেকেই আলোচনায় আসে শোয়েব আখতারের নাম। 


তিনি বলেন, ক্রিকেট ছাড়ার পর থেকে খুব আরামের জীবন যাপন করছি। তবে দেশের জন্য এই আরামের জীবন আমি ছাড়তে চাই। সুযোগ পেলে আমি অবশ্যই যেকোনো দায়িত্ব নিতে পিছপা হবো না।


তবে বোর্ডের সঙ্গে ঠিক কি আলোচনা হয়েছে সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি শোয়েব আখতার।


পিন্ডি এক্সপ্রেস বলেন, কিছু আলোচনা হয়েছে। এই মুহূর্তে সব কথা বলা সম্ভব না। আমিও হ্যাঁ বলিনি, পিসিবিও হ্যাঁ বলেনি। তবে কথা চলছে আমাদের।


তবে প্রধান নির্বাচক হলে কিভাবে দল সাজাবেন তার একটা রূপরেখা এখনই দাঁড় করিয়ে ফেলেছেন এই তারকা পেসার।


কোন মন্তব্য নেই