প্যারিসে শার্লি হেবদোর পুরোনো অফিসের কাছে ছুরি হামলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্যারিসে শার্লি হেবদোর পুরোনো অফিসের কাছে ছুরি হামলা




ফ্রান্সের রাজধানী প্যারিসে রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর পুরোনো অফিসের বাইরে ছুরি হামলায় চার জন আহত হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স এ তথ্য জানিয়েছেন।


পুলিশ বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। 


প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স বলেছেন, ‘প্যারিসে একটি গুরুতর ঘটনা ঘটেছে। চার জন আহত হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। 


তিনি জানান, শার্লি হেবদোর সাবেক দপ্তরের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তার কারণে পত্রিকাটির বর্তমান অফিসের ঠিকানা গোপন রাখা হয়েছে।


২০১৫ সালে শার্লি হেবদোর এই কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় ১২ জন নিহত হয়। হামলার ঘটনায় দায়ের করা মামলার শুনানি চলতি মাসে প্যারিসে শুরু হয়েছে।



কোন মন্তব্য নেই