‘মনে হচ্ছে, এখানে মাতালেরা ঘুরে বেড়ায়’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘মনে হচ্ছে, এখানে মাতালেরা ঘুরে বেড়ায়’


 শিশুশিল্পী হিসেবে ঈর্ষণীয় সাফল্য রয়েছে তার। শিশুবয়সেই অর্জন করেছেন জাতীয় পুরস্কার। শুধু এখানে সীমাবদ্ধ নয়, মিডিয়াতের তার কাজের পরিধি ছিল ব্যাপক। অনেক বছর তো ক্যামেরার পেছনেই কাজ করেছেন। নানা বিতর্কের শীর্ষেও রয়েছে তার নাম। তিনি আর কেউ নন, ভারতীয় অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। এবার গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন, তাও আবার বিতর্কের বিরুদ্ধে অবস্থান নিয়ে।


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইন্ডাস্ট্রি যেভাবে বিতর্কে জড়িয়েছে, তার বিপক্ষে এবার অবস্থান নিয়েছেন শ্বেতা। তার ভাষ্য, ‘সব শুনে মনে হচ্ছে, এখানে মাতালেরা ঘুরে বেড়ায়। একদমই সেটা নয়। এখানে যারা কাজ করতে আসেন, তারা শিক্ষিত, ভদ্র পরিবারের। আর কোন ইন্ডাস্ট্রিতে পথভ্রষ্ট মানুষ নেই বলুন তো? ফিল্ম ইন্ডাস্ট্রিকে সফ‌ট টার্গেট বানানো হচ্ছে। প্রোডিউসার্স গিল্ড থেকে যে খোলা চিঠি দিন কয়েক আগে প্রকাশিত হলো, আমি তা পূর্ণ সমর্থন করি।’


২০১৮ সালে রোহিত মিত্তলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কমিউনিকেশন নিয়ে স্নাতক করা শ্বেতা। বছর ঘুরতে না ঘুরতেই ডিভোর্স। নিজের ব্যক্তিগত জীবনে নিয়ে কথা বলতে পছন্দ করেন না তিনি। তিনি জানান, ‘জনপ্রিয় বলেই লেখালেখি হয়। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে কোন কথা বলব না।’


লকডাউনে আটটা গল্পের বই পড়েছি। একশোর বেশি ছবি-সিরিজ দেখেছি। একটা স্ক্রিপ্টও লিখেছি। আর নিয়মিত ফিটনেট নিয়ে এক্সাসাইজ করছি বলেও জানান শ্বেতা। 

কোন মন্তব্য নেই