সেই ছোট্ট সিনানকে ব্যাট-জার্সি উপহার দিলেন মুশফিক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সেই ছোট্ট সিনানকে ব্যাট-জার্সি উপহার দিলেন মুশফিক


 রাজধানীর পল্টন ময়দানে বোরকা পরে শিশু সন্তানের সঙ্গে ক্রিকেট খেলে আলোচিত হয়েছিলেন মা ঝর্ণা বেগম ও ছেলে শেখ ইয়ামিন সিনান। তাদের খেলার ছবি নিয়ে দেশজুড়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা।  


সে ঘটনার পর অনেকের নজর কেড়েছেন মা ও ছেলে। এবার তাদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম


ছোট্ট শেখ ইয়ামিন সিনানকে ক্রিকেট খেলার সামগ্রী উপহার দিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। উপহার হিসেবে তাকে ব্যাট, জার্সি ও হ্যান্ড গ্লাভস দেন মুশফিক। 


বুধবার (১৬ সেপ্টেম্বর) মা ঝর্ণা বেগম এবং ছেলে সিনানের সঙ্গে দেখা করতে যান মুশফিক। এ সময় ছোট্ট সিনানের পাশে থেকে ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম।


উপহার সামগ্রী ছাড়াও সিনানকে অটোগ্রাফ দেন মুশফিক। পরে মা ও ছেলের সঙ্গে ছবিও তোলেন তিনি। 

কোন মন্তব্য নেই