রাজধানীতে তরুণের রহস্যজনক মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজধানীতে তরুণের রহস্যজনক মৃত্যু



 


রাজধানীর কাঁঠালবাগানে মো. আশিক (২০) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে কাঁঠালবাগানের পাঁচতলা একটি ভবনের সামনে ওই তরুণের লাশ পড়ে ছিল। নিউমার্কেট অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আশিক সিসি ক্যামেরার সংযোগের কাজ করতেন। ঘটনাটি রহস্যজনক। পাঁচতলা ওই ভবনের ছাদ থেকে আশিক পড়ে গেছেন, না তাকে কেউ ফেলে দিয়েছে, তা তদন্তের পর জানা যাবে।


ময়নাতদন্তের জন্য আশিকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার আবুল হাসান।



কোন মন্তব্য নেই