দীর্ঘদিনের প্রেম,অতঃপর অন্যত্র বিয়ে মেনে নিতে পারেনি ফারজানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দীর্ঘদিনের প্রেম,অতঃপর অন্যত্র বিয়ে মেনে নিতে পারেনি ফারজানা



 


ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামে স্বামীর বসত ঘরে ফারজানা খাতুন (২০) নামের ওই নববধূর লাশ পাওয়া যায়। নিহত ফারজানা একই উপজেলার রামভদ্রপুর গ্রামের ফজলুল হকের মেয়ে।


জানা যায়, দুমাস আগে সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামের ওসমান গনির ছেলে মাহমুদ হাসান (২২) এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ফারজানার।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত নববধূর নিজগ্রামের এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেনে নেয়নি তার পরিবার। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে তাই এ আত্মহত্যা। লাশের সাথে পাওয়া চিরকুটের লেখায় সেটার প্রমাণ পাওয়া যায়।


   সুইসাইড নোট

ফুলপুর থানা ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, বিয়ের পর স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ী যাবার পর সে স্বামীর বাড়ীতে আসতে রাজী হয়নি। বিষয়টি পরিবারের সদস্যদের সাফ জানিয়ে দেয় সে। পরে পরিবারের লোকেরা তাকে বুঝিয়ে স্বামীর বাড়ীতে পাঠানোর ব্যবস্থা করেন। পরিবারের এই সিদ্ধান্ত মানতে না পেরে গতকাল বিকালে দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফারজানা।


খবর পেয়ে পুলিশ গতকাল রাতে তার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। আজ সোমবার তার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


লাশের পাশে তার হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান,ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



কোন মন্তব্য নেই