গিয়েছিলেন ভোট দিতে, লটারি জিতে কোটিপতি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গিয়েছিলেন ভোট দিতে, লটারি জিতে কোটিপতি



 


মার্কিন এক নারী ভোট দিতে গিয়ে লটারি জিতে কোটিপতি হয়ে গেছেন। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে যান সাউথ ক্যারোলিনার এক নারী। 


তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ভোট দিয়ে বাড়ি ফেরার পথে একটি পানশালায় দাঁড়ান। সেখানে মদ্যপান করার সঙ্গে লটারি কাটার কথাও চিন্তা করেন।


সে অনুসারে মেগা মিলিয়নের একটি টিকিট  কাটেন। সেই টিকিটের ফলাফল বের হতেই তিনি দেখেন, নিজের নম্বরে পুরস্কার জিতেছেন। 


প্রথমে তিনি পুরস্কারের অঙ্কটা বুঝতে পারেননি, ভেবেছেন দুই হাজার মার্কিন ডলার জিতেছেন। কিন্তু তার স্বামীকে টিকিট আর লটারির ফলাফল দেখাতেই তিনি বুঝতে পারেন তাদের কপালে জুটতে চলেছে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ১৭ কোটির বেশি)।


লটারি জেতার পর ওই নারী জানিয়েছেন, এত টাকা নিয়ে তারা কী করবেন তা এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি।



কোন মন্তব্য নেই