২৫ বছর একই নম্বরের লটারির টিকিট কেটে এবার কোটিপতি
বছরের পর বছর একই নম্বরের লটারির টিকিট কেটে ভাগ্য ফিরেছে আয়ারল্যান্ডের এক পরিবারের। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৫৪ কোটি টাকা।
জানা গেছে, আয়ারল্যান্ডের কিলকেনির এই পরিবারের প্রধান ঠিক করেন, একই নম্বরের লটারির টিকিট কাটতে থাকবেন। বিশ্বাস ছিল, একদিন না একদিন এই নম্বরে বড় কোনো পুরস্কার মিলবে।
লটারি অভিযানে তিনি পরিবারের সবাইকে যোগ করে নেন। পরিবারের সবাই পালা করে ওই একই নম্বরের লটারির টিকিট কেটে চলেন বছরের পর বছর। আর সেটা চলে ২৫ বছর ধরে। এবার সেই অপেক্ষার ফল পেলেন তারা।
ওই পরিবার সম্প্রতি সেই প্রিয় নম্বরে ভরসা রেখে জ্যাকপট জিতেছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪৭ কোটি। পরিবারের প্রধান জানান, এত দিন তারা আর্থিক অনেক সমস্যার ভেতর ছিলেন। লটারিতে কোটি কোটি টাকা পেলেও এখন কোনো বিলাসিতা নয়, ঋণ শোধ করতে হবে।
কোন মন্তব্য নেই