মহানবীর অনুসারীদের অপমান করেছে ফ্রান্স: খোমেনি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মহানবীর অনুসারীদের অপমান করেছে ফ্রান্স: খোমেনি



 


হযরত মোহাম্মদ (স.)-এর ব্যাঙ্গচিত্র প্রকাশ করে ফ্রান্স মহানবীর অনুসারীদের অপমান করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি।


বার্তায় খোমেনি বলেন, জিজ্ঞাসা করুন তাকে ( ম্যাক্রোঁ) কেন সে ইশ্বরের দূতের অপমানকে মতপ্রকাশের স্বাধীনতার নামে সমর্থন করছে? মত প্রকাশের স্বাধীনতা মানে কি অপমান?


গত ১৬ অক্টোবর প্য়ারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে 'আল্লাহু আকবর' বলে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। এই হত্যাকাণ্ডের পর ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে, স্যামুয়েল পাটি নামের ওই শিক্ষককে খুন করার কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়, কিন্তু ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ করবে না। ধর্ম হিসেবে ইসলাম আজ বিশ্বজুড়ে সংকটে রয়েছে।

কোন মন্তব্য নেই