নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল শিল্পের ক্ষতি করা যাবে না - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল শিল্পের ক্ষতি করা যাবে না



 


ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তার জবাবে জাঙ্গানে বলেছেন, ইরানের বাইরে তার এমন কোনো সম্পদ নেই যা আমেরিকা বাজেয়াপ্ত করতে পারে।


তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে একথাও বলেছেন, তার মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল শিল্পের কোনো ক্ষতি করা যাবে না।


জাঙ্গানে নিজের অফিসিয়াল টুইটার পেজে আরও লিখেছেন, বিশ্বের ওপর এক মেরুকেন্দ্রীক শাসনের দিন গত হয়ে গেছে। আমেরিকা ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার যে ঘোষণা দিয়েছিল তাতে চরম ব্যর্থ হওয়ার পর এখন এই অসাড় নিষেধাজ্ঞা দিয়েছে।



কোন মন্তব্য নেই