বাবা হলেন ক্রিকেটার মিরাজ
দুপুরে বাবা হওয়ার প্রতিক্রিয়ায় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মিরাজ লিখেছেন, 'আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ! আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্রসন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন।
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।'
২০১৯ সালের মার্চে খুলনার মেয়ে রাবেয়া প্রীতির সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিরাজ। সম্প্রতি অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে দুই সপ্তাহ অনুশীলন থেকে ছুটি নিয়েছিলেন এ ক্রিকেটার। তবে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলছেন তিনি।
২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে জাতীয়দলে প্রবেশ মিরাজের। চমৎকার পারফরম্যান্সে ওই সিরিজে আলোচনায় উঠে আসেন তিনি। ২২ বছর বয়সী এ ক্রিকেটার বাংলাদেশের জার্সি গায়ে এ পর্যন্ত ২২টি টেস্ট, ৪১টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন।
কোন মন্তব্য নেই