বশেমুরবিপ্রবিতে ভর্তির দাবিতে অনশন
ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় এক বছর পরে অপেক্ষমান তালিকায় থাকা ছয় শিক্ষার্থী গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশন করছে। তারা ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অপেক্ষার তালিকায় ছিল। ওই ছয় ভর্তিচ্ছু আজ দ্বিতীয় দিনের মত অনশন করছে।
অনশনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কিউ এম মাহবুব তাদেরকে মুঠোফোনে অনশন বন্ধ করে রবিবার দেখা করার আহ্বান জানিয়েছেন।
কিন্তু তারা ভর্তির নিশ্চয়তা না পাওয়ায় উপাচার্যের প্রস্তাবে সম্মত হয়নি। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।
২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান প্রফেসর ড. এম এ সাত্তার এ বিষয়ে বলেন, আমরা মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি নেওয়ার পরেও তিনবার ওয়েটিং তালিকা থেকে শিক্ষার্থীদের ডেকেছি। কিন্তু এরপরও আসন ফাঁকা ছিলো। যেহেতু তিনবার ওয়েটিং তালিকা থেকে শিক্ষার্থীদের ডাকার পরেও সিট ফাঁকা ছিলো। আমাদের শিক্ষক সংকট, রুম সংকটসহ বিভিন্ন সংকট ছিলো তাই ভর্তি পরীক্ষার কোর কমিটি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেই আর কোনো শিক্ষার্থী ডাকা হবে না।
এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ কিউ এম মাহবুব বলেন, প্রায় এক বছর আগে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ায় এখন স্টুডেন্টদের ভর্তি করার নিয়ম নেই। আর এখন যদি নিয়ম ভঙ্গ করতে হয় তাহলে ইউজিসির অনুমতি সাপেক্ষে রিজেন্ট বোর্ডের মিটিং এ আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
কোন মন্তব্য নেই