‘এখনই ফাইভ-জি চালু করা যাবে না’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘এখনই ফাইভ-জি চালু করা যাবে না’




করোনা মহামারি ধাক্কায় পূর্বনির্ধারতি সময়ে উচ্চ প্রযুক্তির টেলিকম সেবা ফাইভ-জি চালু করা যাবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেসরকারি টেলিকম অপারেটর রবি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন,

বাজারে গ্রাহক পর্যায়ে চাহিদা ও অবকাঠামো পর্যালোচনা করেই ফাইভ-জি সেবা চালু করা হবে।


মোস্তাফা জব্বার বলেন, ‘আমি ৫ জি প্রচলন করবো, কিন্তু ব্যবিহারকারী খুঁজে পাব না। তাহলে আমি কি করে আশা করব যে এই টেলফোনগুলো ফাইভ জি প্রচলন করে টিকে থাকার মতো একটা ব্যবসায়ী সমাধান দাঁড় করাতে পারবে। আমাদের যারা অপারেটর। প্রযুক্তি সেবাদাতাদের সাথে বসে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করেই আমরা ৫ জি’র দিকে যাওয়া শুরু করব।



কোন মন্তব্য নেই