যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ‘ডেল্টা’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ‘ডেল্টা’


 যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ক্রেউল উপকূলে আঘাত হেনেছে হারিকেন ‘ডেল্টা।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানে এই ঘূর্ণিঝড়।

উপকূলে আঘাত হানার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেন ‘ডেল্টা’ উপকূলে আঘাত হানার সময় ক্যাটাগরি ২ মাত্রায় ছিল। এক ঘণ্টা পর শক্তি কমে গিয়ে ক্যাটাগরি ১-এ পরিণত হয়। তবে ঝড়টি এখনও প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে।

হারিকেন ডেল্টার বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল। তবে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

ঝড়ের কারণ লুইজিয়ানায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। সেখানে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। বন্যা হলে অন্তত ৫৫ লাখ মানুষ পানিবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে।

এর আগে মেক্সিকোর পুয়ের্তো মোরেলস উপকূলে আঘাত হানে ডেল্টা। এতে হাজারো বাসিন্দা ও পর্যটক নিরাপদ স্থানে যেতে বাধ্য হন।

ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় আজ শনিবার মিসিসিপি ও টেনেসি অঙ্গরাজ্যে আঘাত হানবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এনএইচসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে ও শনিবার আরও বেশি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির।

কোন মন্তব্য নেই