ফাতির প্রশংসা করতে গিয়ে এমন বর্ণবাদী মন্তব্য! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফাতির প্রশংসা করতে গিয়ে এমন বর্ণবাদী মন্তব্য!




আনসু ফাতি বার্সেলোনায় যোগ দিয়েছেন গত বছর। ১৭ বছর বয়সী এ উইঙ্গার তারপর থেকেই আলোচনায়। অবশ্যই মাঠের খেলায়। স্পেনের জার্সিতে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন। বার্সেলোনার মূল দলের হয়েও সর্বকনিষ্ঠ গোলদাতা ফাতি। 


অনেকেই তাঁকে ভাবছেন লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে। সেই ফাতিকে নিয়ে বিতর্কিত কিছু লেখা হলে চোখে তো পড়বেই। তাঁর সতীর্থ আঁতোয়া গ্রিজমানের চোখ এড়ায়নি বিষয়টি। ফাতির পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড।


ঘটনাটা চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার বার্সেলোনা-ফেরেৎসভারোস ম্যাচের পর। সে ম্যাচে ৫-১ গোলে জেতে বার্সা। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থ ফিলিপ কুতিনিও-কেও গোল বানিয়ে দেন গিনি বিসাউয়ে জন্ম নেওয়া এ উঠতি তারকা। এরপর ফাতিকে নিয়ে একটি প্রতিবেদন লেখে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এবিসি’। সেই প্রতিবেদনেই ফাতিকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ উঠেছে।



প্রতিবেদনে লেখা হয়, ‘নিখাদ স্ট্রাইকারের মতো শরীর মুচড়িয়ে নেওয়া শটে গোল প্রায় পেয়ে যাচ্ছিলেন আনসু ফাতি। হরিণের দৌড়ের সঙ্গে তাঁর দৌড়ের মিল আছে। সে যেন এক তরুণ, কৃষ্ণাঙ্গ রাস্তার ফেরিওয়ালা, যে পাসেও দো গ্রাসিয়ায় (বার্সেলোনা শহরের অন্যতম এভিনিউ) পুলিশ এলে “পানি” “পানি” বলে দৌড়ায়। শহরটির হৃদয়ে সে যেন জঙ্গলের পোস্টকার্ড। আদা কোলাওয়ের (বার্সেলোনার মেয়র) জন্য এখন আর তা দেখা যায় না। কারণ পুলিশই ছোটখাটো অপরাধ করে থাকে, রাস্তার ফেরিওয়ালারা নয়। তাই আর দ্রুত দৌড়ানোর দরকার পড়ে না। এটা সত্য যে পর্যটক ছাড়া তাদের ব্যবসা মার খেয়ে যেত।’


এবিসি-র এই প্রতিবেদন চোখে পড়েছে গ্রিজমানের। প্রতিবাদ জানিয়ে তিনি টুইট করেন, ‘আনসু অনন্য এক ছেলে, অন্যান্য সব মানুষের মতো তারও সম্মান পাওয়া উচিত। বর্ণবাদ ও বাজে আচরণের প্রতি “না”।’ এদিকে ফাতিকে নিয়ে লেখা প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলার পর ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে এবিসি।


প্রতিবেদক সালভাদর সোস্ত্রেসের বিবৃতিতে বলেছেন, ‘আনসুর খেলা ও মানের প্রশংসা করাই ছিল আমার ইচ্ছা। কিছু মন্তব্য বর্ণবাদী হিসেবে দেখা হচ্ছে। যদিও আমার ইচ্ছা ও লেখায় এমন কোনো ইচ্ছাই ছিল না। তার অভিষেকের পর থেকে সব সময় পক্ষেই লিখে এসেছি। এই ভুল বোঝাবুঝির জন্য আমি দুঃখিত এবং কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা চাচ্ছি।



কোন মন্তব্য নেই