চুয়াডাঙ্গায় নাতনীকে ধর্ষণের অভিযোগে দাদা আটক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চুয়াডাঙ্গায় নাতনীকে ধর্ষণের অভিযোগে দাদা আটক



 


চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুরের নওদা হরিশপুর গ্রাম থেকে সাত বছরের নাতনীকে (ছেলের মেয়ে) ধর্ষণের অভিযোগে দাদা মোনতাজ আলীকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।

এর আগে সন্ধ্যায় শিশুটির মা দর্শনা থানায় তার শিশুকণ্যাকে ধর্ষণের অভিযোগ করে।


দর্শনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) শেখ মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বিকালে শিশুটিকে একা পেয়ে দাদা মোনতাজ আলী ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে দেয়। পরে শিশুটি রাতে মায়ের কাছে ধর্ষণের ঘটনা জানায়। বুধবার শিশুটির মা থানায় এসে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযান চালিয়ে মোনতাজ আলীকে আটক করা হয়।


ওসি (তদন্ত) আরো জানান, আজ বৃহস্পতিবার আটক মোনতাজ আলীকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ভিকটিম শিশুটির ডাক্তারী পরীক্ষাসহ আইনানুগ সকল পদক্ষেপ নেয়া হবে।



কোন মন্তব্য নেই