স্যাভলন স্যানিটাইজারে মিথানল: এসিআইকে এক কোটি টাকা জরিমানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্যাভলন স্যানিটাইজারে মিথানল: এসিআইকে এক কোটি টাকা জরিমানা




স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত রাসায়নিক মিথানলের উপস্থিতি পাওয়ায় এসিআইকে এক কোটি টাকা জরিমানা।

স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে মিথানল নামক বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি নিশ্চিত হওয়ায় এসিআইকে এক কোটি টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ নির্দেশ দিয়েছেন।


এসিআই'র স্যাভলন ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে ইথানলের পরিবর্তে বিষাক্ত মিথানল ব্যবহার করছে এমন খবরের ভিত্তিতে গেল ৪ অক্টোবর বিভিন্ন ফার্মেসি এবং গাজীপুরে স্যাভলনের কারখানায় অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।


সে সময় জানা যায় স্যাভলনের একটি প্রোডাক্টের একটা ব্যাচে পুরাটাই বিষাক্ত মিথানলের উপস্থিতি পায় র‍্যাব। এমনকি, স্যাভলনের স্যানিটাইজারে 'আইসোপ্রোপাইল অ্যালকোহল' দিয়ে তৈরি লেখা থাকলেও তাতে আইসোপ্রোপাইল অ্যালকোহলের কোনো উপাদান পাওয়া যায়নি। পরে, এসিআই এর গাজীপুরের কারখানায় অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে, ল্যাবে পরীক্ষা করে পরবর্তীতে বিস্তারিত জানানোর কথা বলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।



কোন মন্তব্য নেই