ডোমেইন উদ্ধারে বাংলাদেশে ফেইসবুকের মামলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডোমেইন উদ্ধারে বাংলাদেশে ফেইসবুকের মামলা



 

 বাংলাদেশে ফেইসবুক ডটকম ডটবিডি (facebook.com.bd) ডোমেইন ইস্যুতে মামলা করেছে ফেইসবুক।মামলায় এই ডোমেইন ‘দখলকারীর’ বিরুদ্ধে ৫০ হাজার ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ দাবির পাশাপাশি ডোমেইনটি যাতে ব্যবহার ও হস্তান্তর না করতে পারে সে জন্য এর উপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছে বিশ্বখ্যাত সোশ্যাল মিডিয়াটি।রোববার ঢাকা জেলা জজ আদালতে ট্রেডমার্ক অ্যাক্ট ৯৬ ও ৯৭ ধারায় এবং ফৌজদারি আইনের ১৫১ ধারায় এসকে সামসুল আলমের বিরুদ্ধে এ মামলা হয়। মামলা নম্বর ৪১/২০২০ ।সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম টেকশহরডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশে ফেইসবুকের আইনজীবী তিনি।


ফেইসবুক ডটকম ডটবিডি ডোমেইনটি বিটিসিএল হতে এসকে সামসুল আলম বরাদ্দ নিয়ে রেখেছেন। ২০০৮ সালে এই ডোমেইন কেনেন তিনি।এসকে সামসুল আলম এওয়ান সফটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও। তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং কল সেন্টার ব্যবসায়ী হিসেবেও পরিচয় প্রকাশ করেছেন।


এসকে সামসুল আলম ডোমেইনটি নিয়ে তা ৬মিলিয়ন ডলার বিক্রির জন্য বিজ্ঞাপনও দিয়ে রেখেছেন।এর আগে এই ডোমেইন বন্ধ করার জন্য আইনি নোটিশও পাঠিয়েছিলো ফেইসবুক।




কোন মন্তব্য নেই