বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র যানজট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র যানজট


 ঘন কুয়াশার কারণে সেতু পারাপার ব্যাহত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা।


সোমবার ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এর দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে সেতুতে শত শত গাড়ি আটকেপড়ায় পারাপার ব্যাহত হচ্ছে।


মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে তীব্র যানজট দেখা যায়।


বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন বলেন, কুয়াশা বেড়ে যাওয়ায় সামনের সব কিছু ঝাপসা হয়ে আসে। এতে দুর্ঘটনা এড়াতে রাত ১টা ৫৫ মিনিটে ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে সেতুর পশ্চিম পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে।  


এর দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে যান চলাচল ফের স্বাভাবিক হয়।


দিবাগত রাত থেকে সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ ছিল বেশি। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় ধীরে ধীরে গাড়িগুলো ছাড়া হচ্ছে।


এদিকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২৫ মিনিটের পথ পার হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে বলে জানান ভুক্তভোগী যাত্রীরা।

কোন মন্তব্য নেই