সোমবার টিকার খবরে শীর্ষে বেক্সিমকো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সোমবার টিকার খবরে শীর্ষে বেক্সিমকো

 


বেক্সিমকোর শেয়ার বেশকিছুদিন ধরেই চাঙ্গা অবস্থানে রয়েছে। দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে। এদিন কোম্পানিটির দর ৬ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে।


এদিন কোম্পানিটি শুধু দর বৃদ্ধির না লেনদেনেরও শীর্ষে রয়েছে।


জানা গেছে, আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে করোনা ভাইরাসের টিকার প্রথম চালান আসবে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই টিকা আনছে বেক্সিমকো গ্রুপের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।


এদিকে এমন খবরে বেশকিছুদিন ধরেই বেক্সিমকোর শেয়ার চাঙ্গাভাব বিরাজ করছে। আর আজ শেয়ারটি টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে।


এছাড়া প্রথম চালানে ৫০ লাখ টিকা দেশে আসতে পারে। এরপর প্রতি মাসে ৫০ লাখ করে টিকা দেশে আসবে।


তথ্য মতে, সোমবার কোম্পানিটি সর্বশেষ ৭২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১০ হাজার ৭৩৯ বারে ২ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৫৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬৫ কোটি ২৮ লাখ টাকা।


তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।


এদিন কোম্পানিটি ৯৬৩ বারে ৩৪ লাখ ২২ হাজার ৯৩৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৬৮ লাখ টাকা।


তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। কোম্পানিটির দর ৬ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।


তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে : পাওয়ার গ্রীড, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, অ্যাপোলো ইস্পাত, প্রভাতি ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

কোন মন্তব্য নেই