শিবগঞ্জে ১০৮০০ ইয়াবাসহ আটক ১ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শিবগঞ্জে ১০৮০০ ইয়াবাসহ আটক ১

 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. আকাশ আলী (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের সোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


আটক আকাশ আলী উপজেলার কানসাট ইউনিয়নের সেলিমাবাদ খাসপাড়া গ্রামের মো. আশরাফের ছেলে।


চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, উপজেলার একবরপুর গ্রামের কালীগঞ্জগামী সোনারপাড়া এলাকায় রাত পৌনে ৯টার দিকে মাদকদ্রব্যসহ এক যুবক অবস্থান করছে, এমন গোপন খবর আসে।


এর ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ আকাশ আলীকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই