সাময়িক বন্ধের সিদ্ধান্ত আজিজ পাইপসের উৎপাদন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাময়িক বন্ধের সিদ্ধান্ত আজিজ পাইপসের উৎপাদন

 


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের পরিচালনা পর্ষদ সাময়িকভাবে কোম্পানিটির উৎপাদন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।


জানা যায়, করোনা মহামারীর কারণে কোম্পানিটিতে প্রধান কাঁচামাল পিভিসি সরবরাহকারী সময়মতো সরবরাহ করতে না পারার কারণে  উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্থ হয়। এবং বর্তমানে স্থানীয় বাজারে কাঁচামালের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজারে পণ্য মূলের চেয়ে উৎপাদনের খরচ অনেক বেশি।  ফলস্বরুপ উৎপাদিত পণ্য বিপণনে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হবে।


এসব কারণে আজিজ পাইপস গত  ১০ জানুয়ারী ২০২১ থেকে সি সিফটের  সকল উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। পিভিসি সরবরাহ অনুকূল এবং পরিস্থিতির উন্নতি হলে আবারও উৎপাদন শুরু করবে কোম্পানিটি।

কোন মন্তব্য নেই