সাকিব ঘুর্ণিতে ১২২ রানে অলআউট উইন্ডিজ
মিরপুরে প্রথম ওয়ান্ডে তে মাত্র ১২২ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বৃস্টিবিঘ্নিত এই ম্যাচে মাত্র ৩২.২ ওভার ব্যাট করছে সফরকারীরা। ম্যাচে শুরুতে মুস্তাফিজের জোড়া আঘাতের পর সাকিব এবং অভিষিক্ত পেসার হাসান মাহমুদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি উইন্ডিজ দল। সাকিব ৪ টি,হাসান ৩ টি ,মুস্তাফিজ ২টি এবং বাকি একটি উইকেট পান মিরাজ।
উইন্ডিজ দলটা অনেক দুর্বল, খুবই কমজোরি। মূল দলের প্রায় ডজনখানেক ক্রিকেটারই করোনার অজুহাতে আসেননি বাংলাদেশে। যে কারণে দুর্বল দলটিই বাংলাদেশ সফরে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাই বলে কি এভাবে আত্ম সমর্পন করবে তারা?
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে মাত্র ১২২ রানেই থেমে যেতে বাধ্য হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
সাকিব আল হাসান, অভিষিক্ত পেসার হাসান মাহমুদ, অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান কিংবা স্পিনার মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনেই বালির বাধের মত উড়ে গেছে ক্যারিবীয়দের সব প্রতিরোধ।
বিরতির পরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ তাদের সামনে ১২৩ রানের সহজ টার্গেট ।
কোন মন্তব্য নেই