লিগামেন্টের চোটে মাঠের বাইরে দিবালা
গত রোববার সাসুয়েলো’র বিপক্ষে ৩-১ গোলের পায় জুভেন্টাস। সেই ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এই তারকা ফুটবলারকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইতালিয়ান কাপ ও সুপার কাপের ফাইনালে দর্শক হয়ে থাকবেন দিবালা।
সোমবার (১১ই জানুয়ারি) ইতালিয়ান ক্লাব জুভেন্টাস এক বিবৃতিতে জানায়, ‘আজ সকালে দিবালার চোট নির্ণয় করা হয়। সে বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পায়। সেরে উঠতে ১৫-২০ দিন লাগবে।’
চলতি মৌসুমে সাসুয়েলো’র বিপক্ষে ১১তম ম্যাচ খেলেন দিবালা। দিবালার আগে ম্যাচের শুরুতে চোটের কবলে পড়েন জুভেন্টাসের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেন্নি।
দিবালা ও ম্যাককেন্নিকে ছাড়া বুধবার ইতালিয়ান কাপের শেষ ষোলোতে জেনোয়াকে স্বাগত জানাবে জুভেন্টাস।
আগামী রোববার ইন্টার মিলানের বিপক্ষে সিরি আ ম্যাচের পর নাপোলির বিপক্ষে ২০ জানুয়ারির সুপার কাপ ফাইনালেও তাদের পাবে না তুরিনের বুড়িরা।
সিরি আ পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে জুভেন্টাস। ১৬ ম্যাচে ৯ জয় ১ হার এবং ৬ ড্র করেছে দিবালা-রোনালদোরা। ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে মিলান।
কোন মন্তব্য নেই