সেই উড়োজাহাজের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সেই উড়োজাহাজের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার

 


ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শ্রি বিজয়া এয়ারের নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে।


শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে বিমানটির উড্ডয়নের পর বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর জাকার্তার উত্তরে পানিসীমায় সম্ভাব্য এই ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় বলে জানান ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সংস্থা বাসারনাসের এক কর্মকর্তা।


এর আগে জাকার্তার সুকর্নো-হাত্তা বিমানবন্দর থেকে ওয়েস্ট কালিমানতানের পনতিয়ানাকগামী শ্রি বিজয়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি উড্ডয়নের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।




ইন্দোনেশিয়ান সংবাদপত্র রিপাবলিকার সূত্রানুসারে, পাঁচ শিশু ও এক নবজাতকসহ মোট ৫৯ যাত্রী ছিল বিমানটিতে। এছাড়া আরো দুজন পাইলট ও চারজন কেবিন ক্রু বিমানের আরোহী ছিল।


ফ্লাইট অনুসরণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। 

কোন মন্তব্য নেই