নোয়াখালীতে নিক্সন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নোয়াখালীতে নিক্সন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ



নোয়াখালীতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ করছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতারা। এ সময় তারা নিক্সন চৌধুরীর কুশপুত্তলিকাও দাহ করেন।


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও নোয়াখালীর মানুষদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এমন প্রতিবাদ জানায় নেতারা।


তারা দলীয় কার্যালয়ের সামনে রূপালী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুশপুত্তলিকা পোড়ানো হয়।


কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল। উপজেলা যুবলীগের সভাপতি গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেদুর রহমান তুহিন, সাবেক ছাত্রনেতা মাহমুদুর রশিদ মঞ্জু, চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন মুন্না প্রমুখ।


কোন মন্তব্য নেই