শেয়ার দরে অস্বাভাবিক ওঠানামা তদন্তের নির্দেশ বিএসইসির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেয়ার দরে অস্বাভাবিক ওঠানামা তদন্তের নির্দেশ বিএসইসির

 


দেশের শেয়ারবাজারে যেসব শেয়ারের দাম এক মাসের মধ্যে ৫০ শতাংশের বেশি ওঠানামা করেছে, তার পেছনের কারণ খতিয়ে দেখতে উভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।


মঙ্গলবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্কেট সার্ভেইলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট দেশের উভয় এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান আইন কর্মকর্তাকে ওই নির্দেশনা জানিয়ে এ চিঠি দিয়েছে।


বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ সামছুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে চারটি ক্ষেত্রের কথা বলা হয়েছে, যেগুলো ঘটলে দুই স্টক এক্সচেঞ্জকে তদন্ত করতে হবে।


এদিকে তালিকাভুক্ত যেসব কোম্পানির শেয়ার প্রতি মুনাফা বা দাম আগের ৩০ কার্যদিবস অথবা তার কম সময়ে এবং আগের বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশের বেশি বেড়ে গেছে অথবা কমে গেছে, তদন্ত করে এর কারণ বের করতে হবে।


এছাড়া্ও এক মাসে যেসব কোম্পানির শেয়ারের লেনদেন আগের ৬ মাসের গড় লেনদেনের তুলনায় ৫ গুণ বা তার বেশি বেড়েছে, তারও কারণ খুঁজে বের করতে বলেছে বিএসইসি।


এছাড়া যেসব কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেন তাদের মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের ১০ কার্যদিবস আগে থেকেই ৩০ শতাংশের বেশি বেড়েছে বা কমেছে, তার তদন্ত করতে দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।


বিএসইসির চিঠিতে আরো বলা হয়েছে, এই চার ক্ষেত্রে কোনো ধরনের ‘কারসাজি’ হয়েছে কিনা, তা বের করতে হবে।


অপরদিকে কিছুদিন ধরেই শেয়ারবাজারের সূচকে ঊর্ধ্বগতি চলছে। কোনো কোনো কোম্পানির শেয়ারের দাম কয়েক গুণ বেড়ে গেছে। এর মধ্যে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারও রয়েছে।


মঙ্গলবারও ঢাকার শেয়ার বাজারে মূল্য সূচক ও লেনদেনের পরিমাণে বড় উল্লম্ফন ঘটেছে।


উল্লেখ্য, ৪৫ দিনের মধ্যে সেই তদন্ত প্রতিবেদন বিএসইসিকে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে।

কোন মন্তব্য নেই