বুধবার থেকে বাড়তে পারে শৈত্যপ্রবাহ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুধবার থেকে বাড়তে পারে শৈত্যপ্রবাহ

 


আগামীকাল মঙ্গলবার থেকে দেশের তাপমাত্রা কমে আসতে পারে। তবে বুধবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। সোমবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম।


তিনি বলেন, তাপমাত্রা এখনো কমেনি। বরং রবিবারের তুলনায় আজকে (সোমবার) একটু বেড়েছে। তবে মঙ্গলবার থেকে কমতে পারে। আর বুধবার থেকে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে।


এদিকে, সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরের তিন দিনে তাপমাত্রা ক্রমান্বয়ে কমার সম্ভাবনা রয়েছে।


সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

কোন মন্তব্য নেই