মাগুরায় মাদরাসা ছাত্রের মাঝে কম্বল বিতরণ
বৃহত্তর মিরপুরস্থ মাগুরা ঐক্য ফোরামের উদ্যোগে মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে ৬’শ মাদরাসা ছাত্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।
এসময় ঢাকা বৃহত্তর মীরপুরস্থ মাগুরা ঐক্য ফোরামের সভাপতি রঞ্জু আহম্মদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান ড.সাজ্জাদুল ইসলাম, অধ্যক্ষ মাহফুজুর রহমান, মোহাম্মদ তারিফুজ্জামান, খন্দকার সামসুজ্জামান সুমন প্রমুখ।
কোন মন্তব্য নেই