কুড়িগ্রামে কৃষকের মাঝে শীতবস্ত্র বিতরণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কুড়িগ্রামে কৃষকের মাঝে শীতবস্ত্র বিতরণ

 


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুড়িগ্রামে প্রায় ৫শতাধিক কৃষকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষক লীগ জেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ,সাধারণ সম্পাদক অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী, জেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান বীরবল, সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক প্রমুখ। 

 

শীতবস্ত্র বিতরণ শেষে কুড়িগ্রাম সার্কিট হাউজের মিলনায়তনে জেলা কৃষক লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলার স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই