বাস-ট্রাকের মাঝখানে পড়ে প্রাণ গেল দুই তরুণের
মারা যাওয়া দুই তরুণ হলেন রানা মোল্লা (২৫) ও নাসিম উদ্দীন (২২)। রানা মোল্লা নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের আকছিয়ার মোল্লার ছেলে এবং নাসিম একই গ্রামের আবদুল হালিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুরে রানা ও নাসিম মোটরসাইকেলে করে নওয়াপাড়া বাজার থেকে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রানা। জুটমিলের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ও আলুবোঝাই ট্রাকের মাঝখানে পড়ে তাঁদের মোটরসাইকেলটি। একপর্যায়ে ট্রাকের ধাক্কায় রানা ও নাসিম মহাসড়কের ওপর ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন ঘটনাস্থলেই মারা যান।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, বাস ও ট্রাকের মাঝখানে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।
কোন মন্তব্য নেই