করোনার নতুন ধরন ঠেকাবে ফাইজারের ভ্যাকসিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনার নতুন ধরন ঠেকাবে ফাইজারের ভ্যাকসিন

 


করোনা ভাইরাসের ২টি নতুন ধরন প্রতিরোধে কার্যকর হতে পারে ফাইজারের ভ্যাকসিন। শুক্রবার (০৮ জানুয়ারি) এক গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।


খবরে বলা হয়, ফাইজারের ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের ২টি নতুন ধরন প্রতিরোধে কার্যকর হতে পারে। এ গবেষণা চালানো হয়েছে মূলত করোনার রূপান্তরে কেউ আক্রান্ত হলে ফাইজারের ভ্যাকসিন কাজ করে কিনা তা দেখার জন্য। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) গবেষণার ফল অনলাইনে পোস্ট করা হয়।


গবেষণার জন্য ভ্যাকসিন নেওয়া ২০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফাইজার এবং ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিক্যাল শাখার গবেষকরা এ গবেষণা পরিচালনা করেন। 

কোন মন্তব্য নেই