স্বামীকে হারিয়েছেন দেড়মাস, এবার দুর্বৃত্তের আগুনে পুড়ল 'শেষ সম্বল'
দুর্বৃত্তদের দেওয়া আগুনে একমাত্র 'উপার্জন সম্বল' চায়ের দোকানটি পুড়ে গেছে বিধবা আরজু খাতুনের। এর পর থেকে দিশেহারা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বেলগাছি গ্রামের আরজু। শুক্রবার দিবাগত রাতে তার চায়ের দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মনোয়ার হোসেন দেড়মাস আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল বলতে ছিল নিজ গ্রামে একটি চা ও মুদি দোকান। নিরুপায় হয়ে আরজু খাতুন দুই শিশুসন্তানকে নিয়ে স্বামীর রেখে যাওয়া চায়ের দোকানের হাল ধরেন। চা-বিস্কুট বিক্রি করে কোনো মতে সংসার খরচ চালাতেন।
শুক্রবার সন্ধ্যার পর দোকান বন্ধ করে শিশু সন্তানদের নিয়ে বাড়িতে ফেরেন। ভোর রাতে প্রতিবেশীদের চিৎকারে আরজু খাতুনের ঘুম ভেঙে গেলে জানতে পারেন উপার্জনের শেষ সম্বল দোকানটিতে দুর্বৃত্ত আগুন লাগিয়ে দিয়েছে। গিয়ে দেখেন সবকিছু পুড়ে শেষ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নারী কারো নাম উল্লেখ না করে থানায় লিখিত অভিযোগ করেছেন। যেহেতু ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে। এমন নাশকতামূলক ঘটনা ঘটিয়ে কেউ প্রতিপক্ষকে শায়েস্তা করতে অপচেষ্টাও করতে পারে। সে কারণে সাবধানতার সাথে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
কোন মন্তব্য নেই