কী হয়েছিল ছোট্ট শিশুটির
রাজধানীর আব্দুল্লাহপুরে রাস্তার পাশ থেকে ফুটফুটে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক পাঁচ-ছয় মাস বয়সী শিশুটির পরিচয় জানা যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য শুক্রবার রাতে উদ্ধারের পরপরই মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এদিকে বনানীর সৈনিক ক্লাব এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আবদুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের পশ্চিম পাশে শুক্রবার রাতে এক মেয়ে শিশুর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। কীভাবে তার মৃত্যু হয় তা জানা যায়নি। তবে মৃত্যুর পর কেউ তাকে ওই স্থানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।
উত্তরা পূর্ব থানার এসআই আবুল বাশার জানান, এ ঘটনায় একটি অস্বাভাবাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ এবং কে বা কারা তার লাশ ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ ছিল তা তদন্তে বেরিয়ে আসবে।
এদিকে শুক্রবার গভীর রাতে বনানীর সৈনিক ক্লাব এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল নীল চেক লুঙ্গি ও জিন্স শার্ট। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাৎক্ষণিকভাবে কেউ তার লাশ শনাক্ত করতে পারেননি। ময়নাতদন্তের জন্য তার লাশ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে।
বনানী থানার এসআই মতিন বিশ্বাস জানান, রাত ৩টার দিকে বিমানবন্দর সড়কের সৈনিক ক্লাব এলাকায় ফুটওভারব্রিজের নিচে ওই যুবকের মৃতদেহ পাওয়া যায়। আশেপাশের লোকজনের তথ্য অনুযায়ী, কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই