নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে দাবি জানালেন মেলানিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে দাবি জানালেন মেলানিয়া

 


মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া অবশেষে নীরবতা ভেঙেছেন। গত সপ্তাহে ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। তবে সেই তাণ্ডবের জন্য নিজের স্বামীকে দায়ী না করায় মেলানিয়ার বক্তব্য নিয়েই এরইমধ্যে সমালোচনা শুরু হয়েছে।


ক্যাপিটল হিলে সংঘর্ষের বিষয়ে সোমবার সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মেলানিয়া। সংঘর্ষ ঘিরে মেলানিয়াকে নিয়ে 'নানা মুখরোচক খবর' প্রকাশ হয়েছিল বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।


প্রসঙ্গত, এর আগে খবর প্রকাশিত হয়েছিল, ক্যাপিটল হিলে সংঘর্ষের সময় ফটোশুট নিয়ে ব্যস্ত ছিলেন মেলানিয়া। 

গত বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে তাণ্ডব চালান ট্রাম্প সমর্থকরা। সেসময় এক পুলিশ কর্মকর্তাসহ মারা যান ৫ জন। ট্রাম্পের উসকানিতে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ডেমোক্রেটরা। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েকজন রাজনীতিবিদও এতে সমর্থন দিয়েছেন।

কোন মন্তব্য নেই