মঙ্গলবার লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফিন্যান্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফিন্যান্স

 


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড।


এদিন কোম্পানিটির মোট ১১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ তথ্য প্রকাশ করে।


এছাড়া কোম্পানিটি মোট ২ কোটি ৭৭ লাখ ৩১ হাজার শেয়ার হাতবদল করেছে।


তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৫৪ লাখ ৯৬ হাজার ৯৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৬৯ লাখ টাকা।


তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ৯৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১১ কোটি ৩৭ লাখ টাকা।


লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে : লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, সামিট পাওয়ার, পাওয়ার গ্রীড, আইডিএলসি, সাইফ পাওয়ারটেক ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।

কোন মন্তব্য নেই