যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের শপথ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন হাল আমলে সঙ্গীত জগতের বহুল আলোচিত দুই শিল্পী লেডি গাগা (৩৪) এবং জেনিফার লোপেজ (৫১)। ভ্যারাইটি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, ‘দ্য ব্যাড রোমান্স’ সঙ্গীতের হিট গায়িকা লেডি গাগা পরিবেশন করবেন জাতীয় সঙ্গীত। ক্যাপিটল হিলের পশ্চিম প্রান্তে এই অনুষ্ঠান হবে। অন্যদিকে সঙ্গীত পরিবেশন করবেন ‘দ্য ফ্লোর’ খ্যাত গায়িকা জেনিফার লোপেজ। তার সঙ্গে পারফর্ম করবেন ডেমি লোভেটো এবং জাস্টিন টিম্বারলেক। উল্লেখ্য, অস্কার পুরষ্কার বিজয়ী লেডি গাগা দীর্ঘদিন ধরে জো বাইডেনের সমর্থক। এবারের নির্বাচনী মৌসুমের পুরোটাই তার কণ্ঠ ছিল উচ্চকিত।
তিনি জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে যোগ দিয়েছেন অনেক স্থানে। নভেম্বরে বাইডেনের প্রচারণা বিষয়ক একটি ভিডিওতে তাকে ধারণ করা হয়েছে। লেডি গাগা বাদেও ওই অনুষ্ঠানে যোগ দেবেন ফায়ারফাইটার আন্দ্রেয়া হল। তিনি পরিবেশন করবেন প্লেজ অব এলায়েন্স। এযাবতকালের ন্যাশনাল ইয়ুথ পোয়েট লরিয়েট আমান্ডা গোরম্যান আবৃতি করবেন কবিতা। তবে করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠানের বেশির ভাগই প্রচার হবে ভার্চ্যুয়াল।
বাইডেনের শপথে পারফর্ম করবেন লেডি গাগা, জেনিফার লোপেজ
Reviewed by Desk 02
on
January 14, 2021
Rating: 5
No comments