ভ্যাকসিন আমদানি ও বিতরণের অনুমতি পেল বেক্সিমকোফার্মা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভ্যাকসিন আমদানি ও বিতরণের অনুমতি পেল বেক্সিমকোফার্মা

 


জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ভারতীয় সংস্করণ কোভিশিল্ড আমদানি ও বিতরণে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দিয়েছে সরকার।


এই অনুমোদনের ফলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ ভ্যাকসিন আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করতে পারবে।


বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এর উপপরিচালক মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ায় তারা এই টিকা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বা কোনও টিকা কর্মসূচিতে সরবরাহ করতে পারবে।’


তিনি আরও বলেন, যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়ায় আমরাও অনুমোদন দিয়েছি।’

কোন মন্তব্য নেই