ভারতে হাসপাতালে আগুন লেগে প্রাণ গেল ১০ নবজাতকের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতে হাসপাতালে আগুন লেগে প্রাণ গেল ১০ নবজাতকের



ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ওই হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিটে আগুন লাগে। এসময় আরও ৭ শিশুকে উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।


হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, শনিবার মাঝরাতে হঠাৎই হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে নজরে আসে এক নার্সের। হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন তিনি। এরপরই সিক নিউ বর্ন কেয়ার ইউনিট থেকে সদ্যোজাত শিশুদের উদ্ধারে কাজ শুরু হয়।


জানা গেছে, হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তারা হাসপাতালের কর্মীদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই প্রাণ হারায় ১০ শিশু।


স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে শার্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় দায়িত্বে কারো গাফিলতি আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই