তরুণীকে ডেকে নিয়ে গণধর্ষণ
লালমনিরহাট সদরে ফুসলিয়ে ডেকে নিয়ে এক তরুণীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোলপ্লাজা এলাকায় রিপন নামের এক লাইনম্যানের গোডাউনে এ ঘটনা ঘটেছে।
আটককৃতরা হলো- লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের আফজালনগর তিস্তা এলাকার তৈয়ব আলীর ছেলে আতিকুল ইসলাম (৩০) ও পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা এলাকার ত্রিপদ রায়ের ছেলে নির্মল (২৮)।
অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার পার্শ্ববর্তী রাজারহাট উপজেলার চায়নার বাজার এলাকার এক তরুণীকে ফুসলিয়ে তিস্তা সেতু এলাকায় নিয়ে আসে নির্মল। এরপর ওই এলাকায় রিপনের গোডাউনে নিয়ে তরুণীকে গণধর্ষণ করে।
এ সময় কৌশলে মেয়েটি গোডাউন থেকে বেরিয়ে তিস্তা সেতু টোলপ্লাজায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে এসে কান্নাকাটি করতে থাকে।
পরে সেখানে দায়িত্বে থাকা এসআই নুর আলম মেয়েটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে নির্মলকে আটক করে। তার দেওয়া তথ্যমতে অপর অভিযুক্ত আতিককে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় মূলহোতা গোডাউন মালিক রিপন মিয়া।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা নিশ্চিত যে, মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই