হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সুবিধা মিলবে অনেক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সুবিধা মিলবে অনেক

 

বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে আট থেকে আশি সকলেই মজেছে স্মার্ট ফোনের নেশায়। স্মার্টফোন এবং ইন্টারনেট যেন ডিজিটাল দুনিয়ায় এখন একে অপরের সমার্থক। ইন্টারনেট ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার সাহায্যে পৃথিবীটাকে হাতের মুঠোয় বন্দি করা হয়েছে। যা চাইছি তাই-ই সেকেন্ডের ভগ্নাংশে ফুটে উঠেছে চোখের সামনে। যুগের সঙ্গে তাল মিলিয়ে স্মার্টফোনের মতোই মানুষও হয়ে উঠেছে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর।

 

তবে এই সমস্ত প্রযুক্তির তথা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার না জানলে এটি আমাদের জীবনে যেকোনও মুহুর্তে বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে। ঘটতে পারে অঘটন। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হিসেবে সবথেকে বেশি গ্রাহক রয়েছে সাধারণত ফেসবুক এবং হোয়াটস অ্যাপে। অতি সম্প্রতি এই দুই মিডিয়ার মাধ্যমে মানুষের গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। নিজেদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পারেন ফেসবুক, হোয়াটস অ্যাপ ব্যবহারকারী গ্রাহকেরা।


যারফলে একদিকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষজন চিন্তিত হয়ে পড়েছিল, তেমনই গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখা এই সমস্ত সংস্থার পরেও বর্তায়। ফলে গ্রাহকদের যাবতীয় তথ্য সুরক্ষিত এবং নিরাপদ রাখতে আরও বেশকিছু নিরাপত্তা সংক্রান্ত পলিসি আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। যদিও এর আগেও গ্রাহকদের সতর্ক করতে বেশকিছু পলিসি প্রকাশ করেছিল এই সংস্থা।


শুধু তাই নয়, এবার থেকে নেট নাগরিকরা যাতে আরও নিরাপদে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন তার জন্য নতুন কিছু ফিচার নিয়ে আসছে এই সংস্থা। জানা গিয়েছে, এবার থেকে শুধু ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয় গ্রাহকদের আরও বেশি করে সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা দিতে বেশকিছু নতুন প্রযুক্তি আনতে চলেছে এই সংস্থা। আর এই নয়া ফিচার গুলি হল…


1.( Hide the blue ticks) হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধবীদের মেসেজ পাঠানোর সময় বা আপনাকে কেউ মেসেজ পাঠালে সেটি পড়া হয়ে গেলে বার্তাটির উপর নীল রঙের টিক মার্ক পড়ে যায়। এতে করে বোঝা যায় যে, বার্তা প্রেরক বা গ্রাহক মেসেজটি পড়েছেন। কিন্তু অনেক সময় নানা ব্যস্ততার কারণে মেসেজ সিন করলেও উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ফলে বার্তা প্রেরণকারী অপর প্রান্তের মানুষটি আপনার উপর অভিমান করতে পারে। দোটানায় পড়তে পারেন আপনি। কিন্তু হোয়াটসঅ্যাপের নয়া ফিচার এই মুশকিল আসান করতে নিয়ে এসেছে এক অন্য উপায়। যেটি ব্যবহার করে আপনি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। তব তেমন কোনও ঝামেলার কাজ নয়। আপনি যদি চান কেউ আপনাকে মেসেজ করলে সেটি দেখা হয়ে গেলেও পরে রিপ্লাই দেবেন অথচ সে বুঝতে পারবে না যে আপনি আদেও মেসেজটি পড়েছেন কী না। তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপের সেটিং অপশনে গিয়ে করতে হবে ছোট্ট একটি কাজ তাহলেই কেল্লাফতে। তাহলে আসুন জেনে নিই কী করতে হবে আপনাকে।


বার্তা প্রেরকের মেসেজ পড়ার পরও সেটির উপর যাতে নীল কালির টিক মার্ক না পড়ে তারজন্য আপনাকে যেতে হবে- সেটিংসে। তারপর সেখান থেকে অ্যাকাউন্ট এবং শেষে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে লাস্ট সিন, প্রোফাইল ফটো অ্যাবাউট, স্ট্যাটাস এবং রিড রিসিপ্ট অপশন থাকবে। এই ‘রিড রিসিপ্ট ‘ বাটনে ক্লিল করলেই আপনার মেসেজ রিডিং এর নীল টিক মার্ক পড়া বন্ধ হয়ে যাবে। ফলে অপর প্রান্তের মানুষটি বুঝতেই পারবে না আপনি সত্যিই তাঁর মেসেজ পড়েছন কিনা।

 

2. হোয়াটসঅ্যাপে আপনার প্রোফাইল ফটো যদি কাউকে দেখাতে না চান তাহলে সেটিও লুকানোর ব্যবস্থা রয়েছে নতুন এই ফিচারে। আর সেক্ষেত্রেও সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে তা হল ‘সেটিংস’ অপশনে যেতে হবে। সেখানে গিয়ে অ্যাকাউন্ট-প্রাইভেসি এরপর প্রোফাইল ফটো অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপর চলে আসবে কতগুলি অপশন। অপশন গুলি পর পর পড়ে আপনার ইচ্ছামতে মানুষদের থেকে প্রোফাইল ফটো লুকাতে পারেন। শুধু তাই নয়, এই ফিচারে যারা আপনার ফোনের কনট্যাক্টস লিস্টে নেই অথচ আপনার নাম্বার হয়ত তাদের কাছে রয়েছে তারা আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার দেখতে পারবে না।


3. এছাড়াও কোনও গ্রুপ কনভারসেশন চলাকালীন কাউকে আপনি প্রাইভেটলি কোনও কথা বলতে চান তাহলে তার জন্যও রয়েছে সুযোগ। সেক্ষেত্রে আপনাকে করতে হবে যে কাজটি তা হল, যার মেসেজের রিপ্লাই আপনি আলাদা ভাবে ইনবক্সে দিতে চান গ্রুপে তাঁর পাঠানো মেজের উপর প্রেস করুন। এরপর দেখতে পাবেন তিনটি ডট চিহ্ন৷ সেখানে গিয়ে ক্লিক করলে পরপর তিনটি অপশন দেখতে পাবেন আপনি। আর এই তিনটি অপশনের মধ্যে রয়েছে ‘রিপ্লাই প্রাইভেটলি’ এটার উপর টাচ করলেই আপনি গোপনে কারও বার্তার উত্তর দিতে সক্ষম হবেন।


4.ডাটা সঞ্চয় করতে হলে বন্ধ করুন অটো ডাউনলোড অপশন। হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি, ভিডিও অনেকেরই সরাসরি গ্যালারীতে গিয়ে সেভ হয়ে যায়। যারফলে অনেকটা নেট খরচ হয়ে যায়। আর আপনি যদি এটা পছন্দ না করেন তাহলে অবশ্যই সেটিংস অপশনে গিয়ে স্টোরেজ এবং ডাটা অপশন বাটনে ক্লিক করুন। সেখানে গিয়ে অনেকগুলি অপশন দেখতে পাবেন, যেমন ধরুন, অটো ডাউনলোড, হোয়েন ইউজিং মোবাইল ডাটা, ওয়াই-ফাই কানেক্টেড, এবং রোমিং। এরমধ্যে আপনার পছন্দ মতো বিকল্পে প্রেস করলেই ছবি বা ভিডিওর অটো ডাউনলোড বন্ধ হয়ে যাবে। আর অযথা নেট খরচা হবে না আপনার।


5. এছাড়াও হোয়াটসঅ্যাপে আপনি নির্দিষ্ট কাউকে ব্লক করতে চাইলে তার কনভারসেশনে যান। এরপর সেখানে গিয়ে তিনটি ডট চিহ্ন দেখতে পাবেন। ডটের উপর প্রেস করলে পরপর আরও কতগুলি অপশন চলে আসবে সেখান থেকে ব্লক( Block) অপশনে ক্লিক করলেই ওই ব্যক্তির সঙ্গে পুনরায় আর বার্তা আদান প্রদান করা যাবে না।

কোন মন্তব্য নেই