বৃহস্পতিবার দর পতনের শীর্ষে বিজিআইসি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৃহস্পতিবার দর পতনের শীর্ষে বিজিআইসি

 


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেড। কোম্পানিটির দর ৬ দশমিক ০৯ শতাংশ কমেছে।


বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৩৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৫৭ বারে ৩ লাখ ৩২ হাজার ২২৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ টাকা।


লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির দর ৫ দশমিক ৪৪ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।


লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির দর ৫ দশমিক ৬০ শতাংশ কমেছে।


তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে : প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, রবি, গ্রামীণফোন ও প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড।

কোন মন্তব্য নেই