মুখের অবাঞ্ছিত লোম দূর করতে অব্যর্থ টোটকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মুখের অবাঞ্ছিত লোম দূর করতে অব্যর্থ টোটকা

 


অনেক নারীর মুখেই ঘন কালো লোম দেখা দেয় যা তাদের মুখের শোভা কমিয়ে দেয়। এটা নিয়ে লজ্জার শেষ থাকে না। অনেকটা পুরুষের দাড়ির মতো লাগে দেখতে। মুখের সব সৌন্দর্য ম্লান করে দিতে পারে নিমিষেই। সাধারণত হরমোন সংক্রান্ত সমস্যার কারণে ঠোঁটের উপরে লোম দেখা দেয়। বিভিন্ন হেয়ার রিমুভাল ক্রিম, বিউটি ট্রিটমেন্ট, ফেসিয়াল করা হয় এই লোম দূর করার জন্য। মাসে মাসে এর জন্য অনেকেই বড় অংকের টাকা খরচ করেন। কিন্তু তা পুরোপুরি দূর করা যায় না কিছুতেই। আবার এসব কেমিকেল পণ্য দীর্ঘদিন ধরে ব্যবহারে হতে পারে ত্বকের নানা সমস্যা। তাই আপনাদের জন্যে থাকলো সহজ কিছু সমাধান। এগুলি ঘরেই করা যায় একা। লাগে না কোনো টাকা অথচ সুদূর ফল দিতে পারে।

 

১. আপনি সময় বাঁচাতে কিনতে পারেন ফেসিয়াল হেয়ার রিমুভাল রেজর। এটি অন্যান্য রেজরের থেকে আলাদা। শুধু মেয়েদের জন্যেই বানানো হয়েছে অত্যাধুনিক এই ছোট্ট যন্ত্রটি। বাজার যাওয়ার কষ্ট না করে এখুনি অনলাইন দেখে নিন নানা দামের ও নানা রকমের এই রেজর। দেখুন লিংক।


২. দুই টেবিল চামচ চিনি ও একটি লেবুর রস এবং ৮-৯ টেবিল চামচ জল নিয়ে একটা বাটিতে মিশ্রণ তৈরি করুন। এবার সেটাকে গরম করুন যতক্ষণ না সেটা ফুটছে ও বাবলস বেরোচ্ছে। তারপর মিশ্রণটা ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হয়ে গেলে ঠোঁটের ওপরে লাগান। ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। গরম চিনি ঠোঁটের ওপরের লোমের সঙ্গে লেগে যায় এবং সহজেই লোমগুলোকে তুলতে সাহায্য করে।


৩. এক টেবিল চামচ কর্নস্টার্চ ও চিনির সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে ফেলুন। যে জায়গার লোম দূর করতে চাইছেন সেখানে লাগিয়ে রয়েছে দিন। এটি শুকানোর সময় দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন সাধারণ জলে। নিয়মিত কয়েকদিন এই মিশ্রণ ব্যবহার করুন দেখবেন খুব তাড়াতাড়ি রেহাই মুক্তি পাবেন লোমের অকাল বিস্তারের থেকে।

কোন মন্তব্য নেই