দুদিন স্পট মার্কেটে শাহজালাল ইসলামী ব্যাংক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দুদিন স্পট মার্কেটে শাহজালাল ইসলামী ব্যাংক

 

আজ ও আগামীকাল শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে। এ দুদিন ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ৪ এপ্রিল ব্যাংকটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।


৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭০ পয়সা। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৮৬ পয়সা।


২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। তার আগের হিসাব বছরেও একই হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।


সম্প্রতি মুদারাবা পারপেচুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা মূলধন উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। কন্টিনজেন্ট-কনভার্টিবল এসব বন্ড ব্যাসেল-থ্রি কমপ্লায়েন্সের শর্ত পরিপালন করে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। অ্যাডিশনাল টিয়ার-ওয়ান মূলধন হিসেবে এ টাকা উত্তোলন করবে শাহজালাল ইসলামী ব্যাংক। তবে এর আগে ব্যাংকটিকে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। আগামী ২৮ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির ২০তম এজিএম অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২১ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৯ টাকা ২০ পয়সা ও ২৩ টাকা ৯০ পয়সা।


২০০৭ সালে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৮০ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৭২ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯৮ কোটি ৯২ হাজার ৩৩৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৮ দশমিক ৭৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৪৩, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৭ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।


কোন মন্তব্য নেই