পুঁজিবাজারে গুজব অভ্যাসে পরিণত হয়েছে: রকিবুর রহমান

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক এবং সাবেক প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান বলেছেন, সুবিধাবাদী স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ সুরক্ষার জন্য বিভিন্নভাবে বাজারে গুজব ছড়িয়ে ফায়দা লুটতে চায়। বাজারে এখন গুজব যেন অভ্যাসে পরিণত হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন এই পুঁজিবাজার বিশ্লেষক।
তিনি বলেন, বাজারে বারবার একটা গুজব ছাড়ানো হয়েছে যে কোভিড-১৯ বেড়ে যাওয়ার কারণে সরকার ছুটি ঘোষণা করবে এবং পুঁজিবাজার বন্ধ হয়ে যাবে, যা একেবারেই সত্য নয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় প্রেস রিলিজের মাধ্যমে এ গুজবকে খণ্ডন করেছে।
তিনি বলেন, বিএসইসির চেয়ারম্যান স্পষ্ট ঘোষণা দিয়েছেন কোনো কারণেই পুঁজিবাজার বন্ধ থাকবে না। যতদিন ব্যাংক ব্যবস্থা চালু থাকবে ততদিন পুঁজিবাজার চালু থাকবে। এর কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু ইতোমধ্যেই গুজবের কারণে বাজারকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অনেক বিনিয়ােগকারী এই গুজবে প্রভাবিত হয়ে তাদের শেয়ার পেনিক সেল করেছেন। যাতে করে মূলত বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন সেই গুজবের প্রভাব কাটিয়ে বাজারের ওপর আস্থা রেখে আবার বিনিয়ােগ শুরু করেছেন।
রকিবুর রহমান বলেন, আমাদেরকে একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে হবে, গুজবনির্ভর বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। অতএব, বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করার পূর্বে দশবার চিন্তা করতে হবে কেন বিক্রি করবেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, যেসব বিনিয়োগকারী ভালো মৌলভিত্তিক কোম্পানিতে ইনভেস্ট করেছেন, ভালভাবে কোম্পানি বিশ্লেষণ করেছেন তাদের লাভ-লোকসান নিয়ে ভাবার কোনো দরকার নেই। বাজারে শেয়ারের দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক। ভালো মৌলভিত্তিক শেয়ার যদি আপনার হাতে থাকে, একটু বেশি দামেও যদি কিনে থাকেন এবং যদি ধরে রাখতে পারেন, সেই শেয়ারে আপনি কখনো লোকসান করবেন না, ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই