বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN)














 



বর্তমানে Bangladesh Electronic Funds Transfer Network (BEFTN) বা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) গুরুত্বপূর্ন বিষয়। BEFTN এর মাধ্যমে গ্রাহকের নিজের ব্যাংক হিসাব হতে অন্য যে কোন ব্যাংকের গ্রাহকের একাউন্টে টাকা পাঠানো যায়; প্রতিষ্ঠানের কর্মকর্তা/ কর্মচারীদের মাসিক বেতন-ভাতা পরিশোধ করা যায়; গ্রাহকের একাউন্টে সরাসরি ডিভিডেন্ট, ইন্টারেষ্ট প্রভৃতি জমা করা যায় এবং গ্রাহকের ব্যাংক হিসাব হতে বিদ্যুৎ, পানি, গ্যাস বিল, ঋণের কিস্তি, বীমা প্রিমিয়াম ইত্যাদি আদায় করা যায়।



 

EFT কি?

Electronic Fund Transfer (EFT) যার বাংলা অর্থ হচ্ছে “ইলেট্রনিক ফান্ড বা তহবিল বা অর্থ স্হানান্তর”। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) হচ্ছে কম্পিউটার ভিত্তিক সিস্টেমগুলোর মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সহজেই অর্থ স্থানান্তর করার ব্যবস্হা। অর্থাৎ কম্পিউটার ভিত্তিক সিস্টেমের মাধ্যমে এক বা একাধিক আর্থিক প্রতিষ্ঠানের একাধিক হিসাব এর মধ্যে অর্থ স্থানান্তর বা বিনিময় করা।


EFT এর সুবিধা

ইলেক্ট্রনিক তহবিল বা ফান্ড স্থানান্তর শব্দটি নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা দেয়-

✓ ডেবিট বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে মূল্য পরিশোধ বা অর্থ স্থানান্তর।

✓ ইলেকট্রনিক চেক এর মাধ্যমে অর্থ উঠানো।

✓ ওয়েবসাইট বা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে অর্থ স্থানান্তর বা বিনিময়।

✓ ইলেকট্রনিক বিল পরিশোধ ও ইলেকট্রনিক টিকেট বুকিং সিস্টেম।


EFT যেভাবে কাজ করে

ইলেক্ট্রনিক তহবিল বা ফান্ড স্থানান্তর ক্লিয়ারিং হাউসের সাথে এটি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এর জন্য ব্যবহৃত হয় স্বয়ংক্রিয় একটি ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর। নিম্নে একটি স্বয়ংক্রিয় নিকাশ ঘরের কর্মপদ্ধতি বর্ণনা হলো-

✓ অর্ডারিং গ্রাহক একটি লেনদেনের সূচনা করে;

✓ ব্যাংক সমগ্র লেনদেনের সূচনাগুলো একত্র করে একটি ফাইল তৈরি করে যা দিনের শেষে (বা সারা দিনে বিভিন্নচক্রগুলিতে) স্বয়ংক্রিয় নিকাশ ঘরে এ প্রেরণ করে;

✓ স্বয়ংক্রিয় নিকাশ ঘরে বিভিন্ন ব্যাংক থেকে আসা সমস্ত অনুরোধ ফাইলগুলোকে একত্র করে বিভিন্ন পর্যায়ে, প্রতিটি পর্যায়ের জন্য দায়ী মোট নিষ্পত্তির পরিমান প্রতিটি ব্যাংককে জানায়, নিশ্চিত করে যে প্রতিটি পর্যায়ের জন্য সমস্ত অংশগ্রহণকারীদের কাছ থেকে নিষ্পত্তি পরিমাণ পাওয়া যায়, যাতে পর্যায়টি কার্যকর করা যেতে পারে;

✓ স্বয়ংক্রিয় নিকাশ ঘর বিনিময়কারীর ব্যাংককে লেনদেনের বিবরণ জানায়;

✓ যখন গন্তব্য ব্যাংকে লেনদেন আসে, তখন ব্যাংকটি লেনদেনটি চালায়: সেটা ক্রেডিট বা ডেবিট দুরকম ই হতে পারে।


BEFTN কি?

Bangladesh Electronic Funds Transfer Network (BEFTN) অর্থ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক। BEFTN যার মাধ্যমে ব্যাংকগুলোর গ্রাহক ইলেকট্রনিক উপায়ে নিজের ব্যাংক একাউন্ট হতে অন্য ব্যাংকের গ্রাহকের একাউন্টে টাকা লেনদেন করতে পারেন।


BEFTN এর সুবিধা

বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত Bangladesh Electronic Funds Transfer Network (BEFTN) এর মাধ্যমে অর্থ আদান-প্রদান সুবিধাসমূহ নিম্নে তুলে ধরা হলো-



 

• ২০১১ সাল থেকে প্রচলিত সকল ব্যাংকের সকল শাখায় Bangladesh Electronic Funds Transfer Network (BEFTN) একটি সহজ, সুদক্ষ, দ্রুত, নিরাপদ এবং সাশ্রয়ী আন্তঃব্যাংক অর্থ আদান (ডেবিট) প্রদান (ক্রেডিট) সুবিধা। BEFTN পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পরিচালিত অটোমেটেড চেক ক্লিয়ারিং MICR চেক ব্যবস্থার জন্য প্রস্তুতকৃত অবকাঠামো (কমিউনিকেশন লিংক এবং সিকিউরিটি প্রটোকল) ব্যবহৃত হয়। চেক এবং ইএফটি ব্যবস্থার প্রধান পার্থক্য হচ্ছে EFT এর মাধ্যমে ব্যাংকের গ্রাহক একই সঙ্গে অর্থ আদান এবং প্রদান করতে পারেন।


• চেকে লেনদেনের জন্য Instrument (চেক, পে-অর্ডার, ডিমান্ড-ড্রাফট এর প্রয়োজন হয়, যা EFT লেনদেনের জন্য প্রয়োজন নেই। অংশগ্রহণকারী ব্যাংকগুলো তাদের গ্রাহকের নিকট হতে প্রাপ্ত নির্দেশনার (instruction) আলোকে ইএফটি লেনদেন সম্পাদন করে থাকে। এ ধরনের নির্দেশনা প্রদানের পদ্ধতি কী হবে, সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব অবকাঠামো এবং গ্রাহকদের চাহিদার ভিত্তিতে। অর্থাৎ যে সমস্ত ব্যাংকের Core-Banking Systems রয়েছে এবং যারা গ্রাহকদের ইন্টারনেট/অন-লাইন ব্যাংকিং সেবা প্রদান করতে ইচ্ছুক তাদের গ্রাহকগণ ঘরে/অফিসে বসেই EFT এর মাধ্যমে অপর ব্যাংকের গ্রাহকের হিসাবে অর্থ স্থানান্তর করতে পারেন। লেনদেন (instruction) Settlement শেষে মাত্র ০১ (এক) দিন পরেই গ্রাহকের হিসাবে অর্থ জমা হয়।



 

Bangladesh Electronic Funds Transfer Network (BEFTN) এর মাধ্যমে অর্থ প্রদান (ক্রেডিট) লেনদেনের ধরন

১. গ্রাহকের অর্থ অপর গ্রাহককে প্রদান (সকল ব্যাংকের সকল শাখায়) (Customer initiated transaction),

২. ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে প্রাপ্ত অর্থ দ্রুত গ্রাহকের হিসাবে পৌঁছানো (Inward foreign remittance),

৩. অভ্যন্তরীণ অর্থ স্থানান্তর (Domestic remittance),

৪. সরকারি/বেসরকারি কর্মকর্তা/কর্মচারীদের বেতন/ভাতা প্রদান (Payroll-Private and Government),

৫. শেয়ার/IPO এর ডিভিডেন্ট/সুদ/রিফান্ড প্রদান (Dividends/Interest/Refund of IPO),

৬. ব্যবসায়-ব্যবসায় অর্থ প্রদান (B2B),

৭. সরকারি কর/পাওনা প্রদান,

৮. সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের ভেন্ডর Payment,

৯. ইউটিলিটি বিল প্রদান,

১০. গ্রাহকের হিসাবে সরাসরি সঞ্চয়পত্রের সুদ প্রদান,

অচিরেই Social Safety Net সুবিধাসমূহ (বয়স্ক ভাতা/বিধবা ভাতা/মুক্তিযোদ্ধা ভাতা/বৃত্তি প্রাপ্যতা) প্রান্তিক/সুবিধাভোগীর কাছে পৌঁছানো (সরকারের বিবেচনাধীন) ইত্যাদি।


Bangladesh Electronic Funds Transfer Network (BEFTN) এর মাধ্যমে অর্থ গ্রহণ ডেবিট লেনদেনের ধরন

(এক্ষেত্রে গ্রাহক সম্মতি বা লিখিত Authorization বাধ্যতামূলক)

১. সেবা প্রতিষ্ঠান কর্তৃক ইউটিলিটি বিল আদায়/কর্তন,

২. মাসিক কিস্তি আদায়,

৩. সহকারী কর/পাওনা আদায়/কর্তন,

৪. লাইসেন্স ফি আদায়,

৫. Insurance Premium আদায়,

৬. মর্টগেজ পেমেন্ট আদায়,

৭. ক্লাব অ্যাসোসিয়েশনের চাঁদা আদায়,

৮. প্রতিষ্ঠান/গ্রাহকের নির্দেশনার প্রেক্ষিতে যেকোনো আদায় কর্তন ইত্যাদি।

* গ্রাহকের হিসাব থেকে EFT লেনদেন- এ বর্তমানে বাংলাদেশ ব্যাংক কোন প্রকার সার্ভিস চার্জ গ্রহণ করে না।














কোন মন্তব্য নেই