আজ থেকে স্পট মার্কেটে যমুনা ব্যাংকের লেনদেন
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে যমুনা ব্যাংক লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩৮ পয়সা। এ হিসাবে ব্যাংকটির বার্ষিক ইপিএস বেড়েছে ১৬ পয়সা বা ৪ দশমিক ৭৩ শতাংশ। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২২ টাকা ৭৭ পয়সা।
সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা ও অনুমোদনের জন্য আগামী ৩১ মে বেলা ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল যমুনা ব্যাংক।
কোন মন্তব্য নেই